ঢাকা | মে ১৯, ২০২৪ - ৫:২৮ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনে

  • আপডেট: Wednesday, March 9, 2022 - 12:45 pm

অনলাইন ডেস্ক: চলমান রাশিয়ার আগ্রাসনে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে পৌঁছেছেন জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইরাকলি ওকরুয়াশভিলি।

বুধবার কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিজার প্রতিবেদনে বলা হয়, রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করতে জর্জিয়া থেকে সঙ্গে স্বেচ্ছাসেবক নিয়ে এনেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ওকরুয়াশভিলি এখন ‘ইউক্রেনে আছেন। তার সঙ্গে জর্জীয় স্বেচ্ছাসেবক আছে। তারা আগ্রাসী রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করবে।’

প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্র ও প্রতিবেশী রাশিয়ার সঙ্গে জর্জিয়ার দীর্ঘদিনের সীমান্ত বিরোধে রয়েছে।

সোনালী/জেআর