ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১:৩৮ পূর্বাহ্ন

বৈশ্বিক বাজারে তেলের দাম কমেছে

  • আপডেট: Wednesday, March 9, 2022 - 8:34 pm

 

অনলাইন ডেস্ক: বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম। বুধবার ব্যারেল প্রতি ২ দশমিক ২৭ থেকে ১ দশমিক ৮ ডলার কমে বর্তমানে তা ১২৫ ডলারে পৌঁছেছে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

এদিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেইসঙ্গে রাশিয়া ইউক্রেনের কয়েকটি শহর থেকে বেসামরিক লোকজনকে বের হতে সুযোগ দেয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

গত সপ্তাহে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রধান ঘোষণা দেন যে, সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে তারা ছয় কোটি ব্যারেল তেল রিজার্ভ থেকে সরবরাহ করবেন।

ইউক্রেনে রাশিয়ার কথিত ‘বিশেষ অভিযান’ শুরুর পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। এর জেরে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ১৩৯ ডলারে পৌঁছে, যা ছিল ২০০৮ সালের পর সর্বোচ্চ।

তেল রপ্তানিতে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের পরই রাশিয়ার অবস্থান। রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ ও যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র তেলের আমদানি বন্ধ ঘোষণা করলেও ইউরোপের পক্ষ থেকে এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

রাশিয়া বলেছে, ইউরোপ তাদের তেল আমদানি বন্ধ করে দিলে তারা ইউরোপে গ্যাসের রপ্তানি বন্ধ করে দেবে।