ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৫ - ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে দ. আফ্রিকার দল ঘোষণা

  • আপডেট: Tuesday, March 8, 2022 - 9:10 pm

 

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিজেদের ওয়ানডে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ঘোষিত ১৬ সদস্যের দলে আছেন আইপিএলের আটজন। তারা আইপিএলে দল পেলেও জাতীয় দলে খেলবেন বাংলাদেশ সিরিজে।

আজ মঙ্গলবার দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে উভয় দল।

দক্ষিণ আফ্রিকার দল দেখে বোঝা যাচ্ছে সফরকারী টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে প্রোটিয়ারা। তাদের মধ্যে আটজন আছেন, যারা এবার আইপিএলে বিভিন্ন দলের সঙ্গে চুক্তিবদ্ধ।

বাংলাদেশের আফ্রিকা সফরে আইপিএলে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কোথায় খেলবেন, সেটা তাদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল। ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার কথা জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার ১৬ সদস্যের স্কোয়াডের সদস্যরা হলেন: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহঅধিনায়ক), কুইন্টন ডি কুক, ফন ডার ডুসেন, জুবায়ের হামজা, জানেমান মালান, এইডেন মারকাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, ওয়েন পারনেল, অ্যান্ডিলে ফেসুকায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও কাইল ভেরেইন্নে।

তাদের মধ্যে আইপিএলে চুক্তিবদ্ধ আট খেলোয়াড় হলেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মারকাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন।

আগামী ১৮ মার্চ জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ মার্চ দ্বিতীয়টি এবং ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে হবে।

আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে এবারের আইপিএলের আসর।