ঢাকা | মে ১২, ২০২৫ - ১:৩৩ পূর্বাহ্ন

তেল কেনাবেচায় রশিদ লাগবে, না মানলে ব্যবস্থা

  • আপডেট: Tuesday, March 8, 2022 - 9:15 pm

 

অনলাইন ডেস্ক: এখন থেকে ভোজ্যতেল বিক্রির সময় গ্রাহককে রশিদ দেবেন দোকানিরা। পাকা রশিদ দেওয়া ছাড়া আগামী শুক্রবার থেকে ভোজ্যতেল কেনা-বেচা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

মঙ্গলবার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে অধিদপ্তরের এক সভায় মহাপরিচালক এ কথা জানান।

এএইচএম সফিকুজ্জামান বলেন, মানুষের চাহিদা মেটাতে রমজান পর্যন্ত দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুদ থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সফিকুজ্জামান বলেন, সরকারের বিভিন্ন দপ্তর দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS