ঢাকা | মে ৩, ২০২৫ - ২:৩৫ অপরাহ্ন

শিরোনাম

কারো ভয়ে ভীত নই: জেলেনস্কি

  • আপডেট: Tuesday, March 8, 2022 - 9:05 pm

 

অনলাইন ডেস্ক: রাশিয়ার সামরিক অভিযানে ভীত নন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ হামলা শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজ দেশ থেকে পালাতে সহায়তা দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করেছিল জেলেনস্কি। উল্টো দেশের জনগণকে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।

তার ওই দৃঢ় অবস্থানের কারণে বিশ্বে প্রশংসিত হচ্ছেন তিনি।

এরপর আরও কয়েকবার গুজব ওঠে জেলেনস্কি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকারও একই দাবি করেছিলেন।

কিন্তু প্রতিবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে নতুন ভিডিওর মাধ্যমে সব গুজব উড়িয়ে দিচ্ছেন জেলেনস্কি। কোনো অবস্থাতেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন না বলে জানিয়েছেন।

বিবিসি জানায়, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন,‘আমি কিয়েভের ব্যাংকোভা স্ট্রিটেই (রাষ্ট্রপতি ভবন) আছি। আমি কোথাও লুকাইনি এবং কারও ভয়ে ভীত নই।’

বিবিসি বলছে, জেলেনস্কির অবস্থান জানিয়ে ভিডিও বার্তা দেওয়ায় মনে হচ্ছে কিয়েভে ইউক্রেনের সেনাদের শক্তি প্রতিরোধের মুখে পড়েছেন রাশিয়ার সেনারা।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS