ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:২৪ পূর্বাহ্ন

শহিদ কামারুজ্জামানের সমাধিতে পবা আ’লীগের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট: Monday, March 7, 2022 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামান-এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পবা উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগ নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।

আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল হক, সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, কাটাখালী পৌর আওয়ামী লীগ সভাপতি আবু শামা, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাননান, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, নওহাটা পৌর কাউন্সিলর দিদার হোসেন ভুলুসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।