ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:২৬ পূর্বাহ্ন

দলিল লেখক সমিতির আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি বিতরণ

  • আপডেট: Monday, March 7, 2022 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে মৃত সদস্যের পরিবারকে আর্থিক অনুদান এবং সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে সমিতির হলরুমে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সমিতির মৃত এক সদস্যের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়।

এ ছাড়া সমিতির সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এরমধ্যে দুজন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে এবং পাঁচজন মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর সাব-রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপন। সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।