ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ৩:৩৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম বিষয়ে কর্মশালা

  • আপডেট: Sunday, March 6, 2022 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা ভূমি সংস্কার বোর্ড ও রাজশাহী বিভাগীয় প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ সভায় সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল জলিল। আর কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাফ্ফর আহমেদ ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এএনএম মঈনুল ইসলাম। এছাড়াও কর্মশালায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হকসহ বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা অংশ নেন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS