ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৫ - ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম

সয়াবিন তেল লুকিয়ে রাখায় দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Sunday, March 6, 2022 - 10:57 pm

স্টাফ রিপোর্টার: গুদামে সয়াবিন তেল রেখে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছিলেন রাজশাহীর এক দোকানি। বলছিলেন, তার কাছে সয়াবিন তেল নেই। এভাবে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করায় ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ গতকাল রোববার দুপুরে নগরীর হাদির মোড় এলাকায় এ অভিযান চালান।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. জুয়েল (৪২)। তার দোকানের নাম ‘শাহাবুদ্দিন স্টোর’। দোকানের পাশেই একটি বাড়ির দোতলায় তার গুদাম। জুয়েল সেখানেই লুকিয়ে রেখেছিলেন ৮০০ লিটার সয়াবিন তেল। জরিমানার অর্থ জুয়েল তাৎক্ষণিক পরিশোধ করেছেন।

ভোক্তা অধিকারের কর্মকর্তা হাসান-আল-মারুফ বলেন, ‘ক্রেতা সেজে আমরা জুয়েলের দোকানে যাই। তখন জুয়েল জানান, তার দোকানে সয়াবিন তেল নেই। এত বড় দোকানে সয়াবিন তেল নেই দেখে আমাদের সন্দেহ হয়। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তার গুদামটি সম্পর্কে খোঁজ পাই। তারপর জুয়েল কোনভাবেই গুদামে নিয়ে যাবেন না। একরকম জোর করে সেখানে গিয়ে দেখি ৮০০ লিটার তেল।’

তিনি জানান, সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার অভিযোগে জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে জুয়েল সব তেল বোতলে লেখা মূল্যে বিক্রি করে দেবেন বলে মুচলেকা দিয়েছেন। তেল বিক্রি না করলে তার বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হবে।’