ঢাকা | মে ২৪, ২০২৫ - ৮:০২ অপরাহ্ন

নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন বাংলার সমৃদ্ধির নাবিকরা

  • আপডেট: Sunday, March 6, 2022 - 7:23 pm

 

অনলাইন ডেস্ক: নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন ইউক্রেনে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকরা। রবিবার বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

তিনি জানিয়েছেন, নাবিকদের এখন বাংলাদেশে দেশে ফেরানো হবে।

গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে থাকার সময় গোলার আঘাতের শিকার হয় এমভি বাংলার সমৃদ্ধি। সেই আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। জাহাজটিতে ২৯ জন নাবিক ছিলেন।

এরপর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় নাবিকদের জাহাজের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তারা প্রতিবেশী মলদোভা হয়ে রোমানিয়ায় প্রবেশ করেন।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS