ঢাকা | মে ২১, ২০২৪ - ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

সঙ্গীর মধ্যে কোন গুণ দেখতে চান নারীরা?

  • আপডেট: Saturday, March 5, 2022 - 2:52 pm

অনলাইন ডেস্ক: সঙ্গী বাছাইয়ে কোন গুণ সবচেয়ে বেশি প্রাধান্য পায় নারীদের কাছে তা জানতে সমীক্ষা চালান জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানীরা। বিশ্বের অন্যতম বৃহৎ ওই সমীক্ষা ১৮০টি দেশের ৬৪ হাজার মানুষের উপর চালানো হয়।

সমীক্ষা বলছে, দেহসৌষ্ঠব বা ধন-দৌলত নয়, সঙ্গীর উদারতা বা দয়াই সবচেয়ে বেশি আকৃষ্ট করে নারীদের। শুধু বিষমপ্রেমী নারীরাই নন, সমপ্রেমী ও রূপান্তরকামীরাও অংশ নিয়েছিলেন এই সমীক্ষায়। অংশগ্রহণকারী নারীদের মধ্যে ৪০ হাজার ৬০০ জনের বয়স ছিল ১৮ থেকে ২৪ এর মধ্যে।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৯০ শতাংশই জানিয়েছেন, তারা বেশিরভাগ নিজের সঙ্গীকে উদার হিসেবে দেখতে চান। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সহমর্মিতা ও বুদ্ধিমত্তা। যথাক্রমে ৮৬ দশমিক ৫ ও ৭২ শতাংশ নারী এই গুণগুলি দেখতে চান নিজের সঙ্গীর মধ্যে।

সমীক্ষায় এও বলছে, শতকরা ৬৪ ভাগ নারীর পছন্দের তালিকায় রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও প্রায় ৬০ শতাংশ নারী পছন্দ করেন আত্মবিশ্বাসী মানুষ।

 

 

সোনালী/জেআর