ঢাকা | মে ১৯, ২০২৪ - ১১:১২ অপরাহ্ন

ফকির আলমগীরের নামে সড়ক

  • আপডেট: Saturday, March 5, 2022 - 1:42 pm

অনলাইন ডেস্ক: প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর গত বছরের ২৩ জুলাই মারা যান। দেশের স্বাধীনতা সংগ্রাম ও সংস্কৃতি চর্চায় তার অবদান অনেক। দীর্ঘ জীবনে তিনি অনেক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

সম্প্রতি প্রয়াত এই গণসংগীতশিল্পীর প্রতি সম্মান জানিয়ে তার নামে ঢাকার একটি সড়কের নামকরণ করা হয়েছে। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে খিলগাঁও চৌধুরীপাড়া ৬ নম্বর সড়কের সামনে ফকির আলমগীর সড়কের নামফলকটি বসানো হয়েছে।

বিষয়টি নিয়ে ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর বলেন, ‘শিল্পী ফকির আলমগীর দেশের জন্য অনেক অবদান রেখেছেন। তার নামে সড়ক হয়েছে, এটা আমাদের জন্য দারুণ এক আনন্দের খবর। ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। শুনেছি শিগগিরই নামফলকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।’

প্রসঙ্গত, ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। গান গাওয়ার পাশাপাশি বংশীবাদক হিসেবেও খ্যাতিমান ছিলেন তিনি। বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন।

সোনালী/জেআর