ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম

রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর নির্মাণের দাবিতে অনশন স্থগিত

  • আপডেট: Saturday, March 5, 2022 - 10:50 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো ও গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর ও অবকাঠামো নির্মাণের দাবিতে আমরণ অনশন শুরু করেছে রেলবন্দর বাস্তবায়ন পরিষদ। শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে রহনপুর রেলস্টেশন প্লাটফরমে এ অনশন কর্মসূচি শুরু করেন বাস্তবায়ন পরিষদের সদস্যরা।

এদিকে আন্দোলনকারীদের পাশে অবস্থান নিয়ে একই দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হোদা খান জানান, রেলবন্দরের অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে ১ মার্চ একই দাবিতে বিক্ষোভ মিছিল করে রেলবন্দর বাস্তবায়ন পরিষদ এবং অনশন কর্মসূচির ঘোষণা দেন নেতৃবৃন্দ। এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনও।

এদিকে রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হোদা খান জানান, ‘রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে দুপুর ২ টার সময় এই আমরণ অনশন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি দাওয়া মেনে না নিলে আবারো আমরণ কর্মসূচি পালন করবে রেলবন্দর বাস্তাবায়ন পরিষদ। তবে দাবি দাওয়া পূরণে তাদের বিভিন্ন আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।