ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ ডোনাল্ড

  • আপডেট: Friday, March 4, 2022 - 8:17 pm

 

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। আর এই সফরের আগেই নতুন পেস বোলিং কোচ পেলেন তামিম-মাহমুদউল্লাহরা। টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এ বিষয়ে কথা বলতে গিয়ে ইউনুস বলেন, ‘আমরা অ্যালান ডোনাল্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছি। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি কাজ শুরু করবেন।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্ট খেলেছেন ডোনাল্ড। যেখানে ২২.২৫ গড়ে ৩৩০ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন। আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।