ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৫২ পূর্বাহ্ন

স্বল্প মূল্যে জৈব সার তৈরি ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ

  • আপডেট: Friday, March 4, 2022 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে বসতভিটায় শাক-সবজি চাষ এবং খরা-সহনশীল শাক-সবজি চাষের জন্য স্বল্প মূল্যে জৈবসার তৈরী ও ব্যবহার শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জার্মানির ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহায়তায় বেসরকারি সংস্থা সিসিবিভিও ‘রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’ এর আওতায় গোগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কর্মশালার আয়োজন করে।

এতে রক্ষাগোলা সংগঠনের ৩২ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন গোগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য বোরহান উদ্দীন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির উপদেষ্টা প্রসেন এক্কা। প্রশিক্ষণের আলোচ্য বিষয় ছিল জমিতে জৈব-সার কেন ব্যবহার করা দরকার এবং জৈব সার কীভাবে প্রস্তুত করা যায়। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সমন্বয়কারী মো. আরিফ। পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সহায়তা করেন শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত ও সমাজ সংগঠক রাজকুমার বারোয়ার।