ঢাকা | মে ৪, ২০২৫ - ৩:০১ পূর্বাহ্ন

এমন সংঘাত কাম্য নয়!

  • আপডেট: Friday, March 4, 2022 - 10:20 pm

রাজশাহীর বাগমারায় কৃষকের জমিতে পাওয়ার প্ল্যান্ট (বিদ্যুতের সাবস্টেশন) স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের আপত্তি উপেক্ষা করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে গেলে দুই পক্ষের সংঘাতের জের ধরে করা মামলার আসামি ধরতে পুলিশের অভিযানে এখন কয়েকটি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে।

প্রকাশিত সংবাদে জানা যায়, বাগমারার মাড়িয়া ইউনিয়নের সূর্যপাড়া গ্রামে কৃষকের জমিতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধে ঘটা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। এ নিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনকারীদের পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান অজ্ঞাত ৩৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার আসামি ধরতে পুলিশের দফায় দফায় অভিযানে সূর্যপাড়া, পিদ্দপাড়া গোয়ালপাড়া ও অনন্তপাড়া গ্রাম এখন পুরুষ শূন্য। নিজেদের কৃষি জমি রক্ষা করতে গিয়ে এমন দুর্বিপাকে পড়ে তারা দিশেহারা।

উন্নয়ন কাজে জমি ব্যবহারে নীতিমালা আছে। মানুষের ইচ্ছার বিরুদ্ধে কৃষি জমিতে স্থাপনা করতে গেলে বিরোধ স্বাভাবিক ঘটনা বলাই যায়। এ ক্ষেত্রে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে পদক্ষেপ নেয়াই গ্রহণযোগ্য। তারপরও বাগমারায় কেন সংঘাত সৃষ্টি হলো সেটা ভেবে দেখার বিষয়।

মানুষের স্বার্থেই যে উন্নয়ন তা নিয়ে কেন বিরোধ দেখা দেবে? স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্যোগে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে বিরোধ মিটিয়ে ফেলা কঠিন হবে না বলেই আমরা মনে করি। উন্নয়ন নিয়ে এমন সংঘাত মোটেই কাম্য নয়।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS