ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

  • আপডেট: Friday, March 4, 2022 - 9:48 pm

মোজাম্মেল হক, চারঘাট থেকে: চারঘাটে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অন্যান্য বছরের চেয়ে চলতি মৌসুমে চারঘাট উপজেলায় পেঁয়াজ চাষ বৃদ্ধি পেয়েছে।

বেশ কয়েক বছর থেকে বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। ২০২০ সালে পেঁয়াজের মূল্য আকাশ চুম্বী হয়ে উঠে যা সর্বকালের সর্ব্বোচ্চ মূল্য প্রতিকেজি ২০০ টাকায় পৌছে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তারপর থেকে পেঁয়াজ চাষে ঝুঁকে পড়ে কৃষকরা।

চলতি বছরের প্রথম দিকে পিয়াজের মূল্য স্বাভাবিক থাকলেও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে পেঁয়াজের মূল্যও বেড়ে চলেছে অস্বাভাবিকভাবে। বর্তমান বাজারে পেঁয়াজের মূল্য ৭০ টাকা থেকে শুরু করে ৮০ টাকা বিক্রয় হচ্ছে বলে সবজী ব্যবসায়ী আফজাল জানান। আসন্ন পবিত্র রমজান মাসে আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছেন সাধারণ ক্রেতারা ।

চারঘাট উপজেলায় গত বছর ৭শ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছিল। চলতি মৌসুমে বৃদ্ধি পেয়েছে। এ বছর মোট ১ হাজার ২৮০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে বলে চারঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

সরেজমিনে গিয়ে উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের কৃষক রেজাউল ইসলাম বলেন, গত বছর সে ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিল, এ বছর আড়াই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছে এবং পেঁয়াজের ফলন ভাল হাব বলে তিনি আশা প্রকাশ করেন। একই এলাকার কৃষক লালন বলেন, গত বছর ২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিল, চলতি মৌসুমে ৬ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছে, আবহাওয়া ভাল থাকলে ভাল ফলন হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, পেঁয়াজের মূল্য ভাল পাওয়ায় কৃষকরা পেঁয়াজ চষে মনোযোগ দিয়েছে। তিনি বলেন, উপজেলার প্রতিটি এলাকায় কৃষকদের প্রতি নজর রাখা হচ্ছে এবং পেঁয়াজ চাষিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।