ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

আরইউজের উদ্যোগে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  • আপডেট: Friday, March 4, 2022 - 9:58 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দীপ আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ^বিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে, বিএফইউজের যগ্ম সাধারণ সম্পাদক রাশেদ রিপন, কার্যনির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম তোতা, আনিসুজ্জামান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খানসহ রাজশাহীর গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী খেলায় জয়লাভ করে বরেন্দ্র হান্টার। এবারের আয়োজনে অংশগ্রহণ করছে- ম্যাঙ্গো সিটি, বারনই সিক্সার, বড়াল লায়নস, বরেন্দ্র হান্টার, সিল্কসিটি টাইগার ও পদ্মা ফাইটার। বিকালে বড়াল লায়ন্সের কাছে পরাজিত হয় পদ্মা ফাইটার। টুর্নামেন্টে অংশ নেওয়া সব খেলোয়াড়ই সাংবাদিক।