ঢাকা | মে ২, ২০২৪ - ৩:৫৬ অপরাহ্ন

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী

  • আপডেট: Thursday, March 3, 2022 - 6:06 am

অনলাইন ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার ভোরে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিবিসির খবরে বলা হয়েছে, শহরের কেন্দ্রস্থলে দুইটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর কাছের একটি মেট্রো স্টেশনে আরও দুইটি বিস্ফোরণ হয়। শহর জুড়ে বেজে ওঠে বিমান হামলার সাইরেন।

এক টুইটার অ্যাকাউন্টে একটি বিস্ফোরণের ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে বিস্ফোরণের পর বিশালাকার অগ্নিগোলক তৈরি হয়।

বুধবারই জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো অবরোধের পথে এগোচ্ছে রাশিয়া। বুধবার বিকালের দিকে খেরসন শহরের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। দক্ষিণাঞ্চলীয় মারিউপোলও ঘিরে রেখেছে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংস করে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইউক্রেন থেকে পালাচ্ছে লাখো মানুষ। এরইমধ্যে বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা।

সোনালী/জেআর