ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৯:৪৩ অপরাহ্ন

বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা

  • আপডেট: Wednesday, March 2, 2022 - 4:28 pm

 

সোনালী ডেস্ক: বিভিন্ন উপজেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঘা
বাঘা প্রতিনিধি জানান, বাঘায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাঘা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মীর মো: মামুনুর রহমান ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নিয়ামতপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল¬াহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। নিয়ামতপুর উপজেলা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, প্রমুখ। আলোচনা সভায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অসামান্য অবদান নিয়ে বক্তারা আলোকপাত করেন।