ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:১৪ পূর্বাহ্ন

বাগমারায় বিদ্যুতের সাবস্টেশন স্থাপন নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপডেট: Wednesday, March 2, 2022 - 4:08 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার মাড়িয়া ইউনিয়নের সূর্য্যপাড়া গ্রামে কৃষকের জমিতে বিদ্যুতের সাবস্টেশন (পাওয়ারপ্ল্যান বিদ্যুৎ কেন্দ্র) স্থাপনকে কেন্দ্র করে কৃষক ও নির্মাণকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।

আহতদের মধ্যে মোজাম্মেল হক (৩৫), আব্দুল মান্নান (৪০), আরিফুল ইসলাম (২৪), নয়ন (২৫), মন্টু রহমান (৪০) মেছের আলী (৪০), লাহার আলী (৪৫), আব্দুল কুদ্দুস (৩২) মাজেদুল ইসলাম (২১), কামরুন নাহার ও রশিদা বিবিসহ ১৫ জনকে আশংকাজনক অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাড়িয়া ইউপির চেয়ারম্যান রেজাউল ইসলাম ল্যাদা বাদী হয়ে ৩৬ জনের বিরুদ্ধে গতকাল বুধবার বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া মৌজার সূর্য্যপাড়া গ্রামে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বিদ্যুতের সাবস্টেশন (পাওয়ারপ্ল্যান বিদ্যুৎ কেন্দ্র) স্থাপনের উদ্যোগ নেন। গত মঙ্গলবার বিকেলে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ছোট ভাই ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম ল্যাদা ও সাবেক ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান প্রায় পাঁচ শতাধিক লোকজন নিয়ে ওই বিদ্যুতের সাবস্টেশন নির্মাণের কাজ শুরু করতে যান। এ সময় গোয়ালপাড়া, সূর্য্যপাড়া, পিদ্দপাড়া ও অনন্নতপাড়াসহ আশে-পাশের কয়েক গ্রামের কৃষকরা তাদের জমি রক্ষার দাবিতে বাঁধা দিতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, এ ঘটনায় অজ্ঞাতসহ ৩৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।