ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৫:১২ অপরাহ্ন

পুঠিয়ায় পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

  • আপডেট: Wednesday, March 2, 2022 - 3:59 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় মমতাজ বেগম (৪৩) নামের এক গৃহবধূ পুকুরে ডুবে মারা গেছেন। মমতাজ বেগম উপজেলার ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মোমিন আলী স্ত্রী। বুধবার সকাল ৮টায় বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।

মমতাজ বেগমের স্বামী মোমিন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আমার স্ত্রী বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সে পানিতে তলিয়ে যায়। পরে পুকুরের পাড়ে আমার প্রতিবেশি তার গায়ের কাপড় ভাসতে দেখে আমাদের খবর দেয়।

এসময় প্রতিবেশিদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার আগেই সে পানিতে ডুবে মারা গেছে।

এব্যাপারে পুঠিয়া থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে যাই। মৃতের ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।