ঢাকা | মে ১২, ২০২৫ - ১০:৪৮ পূর্বাহ্ন

তানোরে মারপিটে গৃহবধুর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, March 2, 2022 - 3:56 pm

 

তানোর প্রতিনিধি: তানোরে পারিবারিক কলহের জেরে স্বামীর মারপিটের স্বীকার গৃহবধুর মৃত্যু হয়েছে। ওই গৃহবধুর নাম মালেকা বেগম (৪৫)। এঘটনায় নিহতের স্বামী কামারগাঁ পশ্চিম পাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডলের পুত্র আবু বাক্কার (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের ভাতিজা জুলফিকার আলী বাদী হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী নিহতের স্বামী আবু বক্কার (৫০)কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তার নিহতের স্বামীকে জেলহাজতে প্রেরণ করা হয় এবং ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বরেন, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক দ্বন্দের কারণে আসামী উত্তেজিত হয়ে স্ত্রী মালেকা বেগমকে চর থাপ্পর মারে এবং লাঠি দ্বারা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS