ঢাকা | এপ্রিল ২৮, ২০২৪ - ১০:০৯ অপরাহ্ন

তিন দফা দাবিতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানববন্ধন

  • আপডেট: Tuesday, March 1, 2022 - 1:40 pm

স্টাফ রিপোর্টার: ‘শূন্য বৈষম্য দিবস’ উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ‘দিনের আলো হিজড়া সংঘ’ এর আয়োজন করে।

মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। সেগুলো হলো- উত্তরাধিকার আইন বা পারিবারিক সম্পত্তির আইনে নারী পুরুষের পাশাপাশি হিজড়া অথবা ট্রান্সজেন্ডার নাম অন্তর্ভূক্ত করা; শ্রম আইনে নারী পুরুষের পাশাপাশি হিজড়া বা ট্রান্সজেন্ডার নাম অন্তর্ভূক্ত করা ও নারী-শিশু নির্যাতন আইনে হিজড়া ট্রান্সজেন্ডার নাম অন্তর্ভুক্ত করা এবং এগুলো আইনে অন্তভুক্ত করে সেই আইন বাস্তবায়ন করা।

মানববন্ধন শেষে এসব নিয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মিস মোহনা, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সাধারণ সম্পাদক পলি, কোষাধ্যক্ষ জুলি প্রমুখ উপস্থিত ছিলেন।