ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৫:৫৮ পূর্বাহ্ন

‘ইউক্রেনে বাংলাদেশিদের বেশিরভাগই দেশে ফিরতে অনাগ্রহী’

  • আপডেট: Tuesday, March 1, 2022 - 6:22 am

অনলাইন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইন থেকে পালিয়ে ৪৭০ জন বাংলাদেশি পাশের তিন দেশ পোল্যান্ড, রোমানিয়া ও মলদোভায় আশ্রয় নিয়েছেন। এমন পরিস্থিতিতেও তারাসহ ইউক্রেনে থাকা বেশিরভাগ বাংলাদেশিই দেশে ফিরতে চান না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘খুব বেশি সংখ্যক মানুষ দেশে আসার আগ্রহ প্রকাশ করেননি। খুব বেশি হলে ৫০-৬০ জনকে পেয়েছি।’

এসময় যুদ্ধ চলার মধ্যে ইউক্রেইন থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় পথের পরিস্থিতি বিবেচনায় নিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, পোল্যান্ডে যে চার শতাধিক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন, তাদের মধ্যে ৪৫ জন দূতাবাসের ব্যবস্থাপনায় আছে। পোল্যান্ড তাদের ১৫ দিন থাকতে দেবে।

ইউক্রেইনে থাকা বাংলাদেশিদের মধ্যে সাতশ জনের মতো বাংলাদেশ দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগে আছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

গত বৃহস্পতিবার ইউক্রেইনে রুশ অভিযানের পর সবাই পাশের দেশগুলোতে পালানো শুরু করে। এর মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

ইউক্রেইনে বাংলাদেশের দূতাবাস না থাকায় সরকার জানিয়েছে, পোল্যান্ডসহ অন্য দেশে পৌঁছানোর পর এই বাংলাদেশিদের রাখা ও ফেরানোর দায়িত্ব নেয়া হবে।

সোনালী/জেআর