ঢাকা | মে ৪, ২০২৪ - ৬:৪৬ অপরাহ্ন

গোদাগাড়ীতে করোনাকালীন খাদ্য উপহার বিতরণ

  • আপডেট: Monday, February 28, 2022 - 2:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ৮৫০ পরিবারকে করোনাকালীন খাদ্য উপহার দেয়া হয়েছে। এদের অধিকাংশ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। আজ সকালে রাজাবাড়ি হাট এলাকার ইদলপুর স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন বেলাল উদ্দিন সোহেল, গোগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, গণস্বাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম ও পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।

স্ট্যান্ডার্ট চার্টাড ব্যাংক ,গণস্বাক্ষরতা অভিযান ও পরিবর্তনের যৌথ উদ্যোগে রাজশাহীতে এই খাদ্য উপহার দেয়া হয়। স্ট্যান্ডার্ট চার্টাড ব্যাংক ,গণস্বাক্ষরতা অভিযান সারাদেশে ১০ হাজার পরিবারকে এই সহায়তা দেয়া হচ্ছে। মুলত দরিদ্র অসহায় পরিবার গুলোকে এই সহায়তা দেয়া হয়। রাজশাহীতে এই সহায়ত দিচ্ছে উন্নয়ন সংগঠন পরিবর্তন।