ঢাকা | মার্চ ২৯, ২০২৪ - ৩:৪৭ পূর্বাহ্ন

রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

  • আপডেট: Wednesday, May 11, 2022 - 11:22 am

অনলাইন ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন সিলেটে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে।

সোনালী/জেআর