ঢাকা | এপ্রিল ২৬, ২০২৪ - ৯:১০ পূর্বাহ্ন

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

  • আপডেট: Thursday, May 4, 2023 - 1:32 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমেছে গত ২৪ ঘণ্টায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বান্দরবানেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা সবশেষ ২৪ ঘণ্টায় ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোনালী/জেআর