ঢাকা | এপ্রিল ১৯, ২০২৪ - ৭:৫৩ অপরাহ্ন

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সভা

  • আপডেট: Wednesday, March 16, 2022 - 10:59 pm

স্টাফ রিপোর্টার: লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর সমস্য সমাধানে সংশ্লিষ্ট সরকারী ও বেসসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (রøাস্ট) এর সহযোগিতায় এবং লিগ্যাল ইম্পাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ডাইভারসিটি (এলইজিডি) প্রকল্পের মাধ্যমে নগরী নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট সম্মেলন কক্ষে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার আব্দুল মোমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ে উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব, রাজশাহী রেলওয়ে থানার এসআই আসাদ আল মামুদ, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্ঠা শ্যামল কুমার ঘোষ, সাংবাদিক শরীফ সুমন, রাজশাহী ব্লাস্ট এর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম। আরো উপস্থিত ছিলেন সেভদি নেচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি ও কোষাধ্যক্ষ জুলিসহ শাপলা গ্রমা উন্নয়ন সংস্থা, ব্র্যাক, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা ও আপস সহ অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।