ঢাকা | এপ্রিল ১৯, ২০২৪ - ১১:৪৪ অপরাহ্ন

ঈদের আগেই গণমাধ্যমকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি

  • আপডেট: Sunday, March 31, 2024 - 11:06 am

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরের আগেই রাজশাহীর গণমাধ্যমকর্মীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। শনিবার (৩০ মার্চ) বিকেলে আরইউজে সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি এক যৌথ বিবৃতিতে রাজশাহীর গণমাধ্যম মালিক-সম্পাদকসহ সংশ্লিষ্টদের প্রতি এ দাবি জানান।

তাই কয়েক দিন পরেই মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে রাজশাহীসহ দেশের সকল গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের বেতন-বোনাস পাওয়ার বিষয়টি আইনগত অধিকার।

বিবৃতিতে আরইউজে’র নেতারা আরও বলেন, দেশের বিদ্যমান আইন অনুসারে অন্য পেশার মতো সাংবাদিকরাও যথা সময়ে বকেয়া বেতন-ভাতা বুঝে পাবেন। ঈদুল ফিতর উপলক্ষে ন্যায্য বোনাস পাবেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আমরা আশা প্রকাশ করি। রাজশাহীর গণমাধ্যম কর্মীদের বেতন-বোনাস প্রাপ্তির ক্ষেত্রে ঈদের আগমুহূর্তে সাংবাদিকদের যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় সে বিষয়টিও গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্টদের হুঁশিয়ার ও সতর্ক করেন আরইউজের নেতারা।

 

সোনালী/ সা