- 10Shares
অনলাইন ডেস্ক:
আপনি যদি ভারতীয় রুপি ২৫০০০ এর কমে কোন ফোন কিনতে চান তাহলে দেখে নিন ফোনের মূল্য সহ তালিকা, সাথে দেওয়া হল রেটিং।
ফোনের নাম রেটিং(সর্বোচ্চ মত্রা ১০) মূল্য (ভারতীয় রুপি)
স্যামসাং গ্যালাক্সি এম ৫১ ৮ ২৪,৯৯৯
ভিভো ভি ২০ ৮ ২৪,৯৯০
ভিভো ভি ২০ এস ই ৮ ২০,৯৯০
ওয়ান প্লাস নর্ড ৯ ২৪,৯৯৯
রেডমি কে ২০ প্রো ৯ ২৪,৯৯৯
রেডমি কে ২০ ৯ ২১,২৯৯
উল্লেখিত মোবাইল গুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি এম ৫১ মোবাইলটি সেরা। এটির সাথে দেওয়া হয়েছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যাকে ব্যাটারির দানব বলা হচ্ছে।
সবদিক দিয়ে বিবেচনা করলে দেখা যাচ্ছে এই মোবাইলটি সবার সেরা। অর্থাৎ ২৫,০০০ এর নিচে যদি কোন ফোন কিনতে চান তাহলে এটিই হবে আপনার জন্য প্রথম চয়েস।
সোনালী সংবাদ/এইচ.এ