- 4Shares
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল থেকে আব্দুলপুর, সালামপুর, লালপুর হয়ে বিলমাড়ীয়া অভিমুখে ২৩ কোটি ৭৫ লক্ষ ১২ হাজার ৩ শ ৩৪ টাকা ব্যয়ে ৩ হাজার ৬শ ৪০ মিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার লালপুরের চিনি বটতলা মোড়ে উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, শহীদ মমতাজ উদ্দিনের সন্তান শামীম আহমেদ সাগর, লালপুর উপজেলা যুবলীগ সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা।
সোনালী/এমই