স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং-এর নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় নগরীর হড়গ্রাম বাজারের কোর্ট ষ্টেশন এলাকায় নতুন এই শাখার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং প্রকৌশলী ফিরোজ কবির।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের জেএভিপি ও উপব্যবস্থাপক ফারুক আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার বিভাগীয় প্রধান হুমায়ন কবির ও রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজশঅহী শাখার ভিপি এবং শাখা ব্যাবস্থাপক আব্দুল্লা আল মাহমুদ সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক আদেল হক। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোডের্র সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবীরুল আলম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শাহ্জালাল ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার হারুন- উর রশীদ।
সোনালী/এমই