স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অ্যালকোহল পানে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নগরীর মোন্নাফের মোড় এলাকায় তার বাড়ি। বাবার নাম বজলুর রহমান।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল পুলিশ বক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, অ্যালকোহল পানের গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাকিরকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাতে তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে তিনি অ্যালকোহল পান করেন। মধ্যরাত থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বমি করছিলেন।
সোনালী/এমই