- 14Shares
স্টাফ রিপোর্টার: পবার হুজুরিপাড়া ইউনিয়নের দরিদ্রদের মাঝে বিনামুল্যে ৫৭টি বকনা গরু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে এই গরুগুলো বিতরণ করা হয়।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ পবা এডিপি’র পক্ষথেকে এই গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার।
বিশেষ অতিথি ছিলেন হুজুরিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ওয়ার্ল্ডভিশনের এপিসি ম্যানেজার সিবাস্টেন পিউরিফিকেশন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল।
সোনালী/এমই