নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় আহত জিল্লুর রহমান জেন্টু (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত জেন্টু উপজেলার রসুলপুর ইউনিয়নের কাচারী দামপুরার (রাজবংশী পাড়া) মৃত আইনাল হকের ছেলে। শুক্রবার নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা-আড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, শুক্রবার জেন্টু ঘুঘুডাংগা মোড় হতে একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে করে ধানসুরা যাচ্ছিল। পথিমধ্যে ভাঙা সড়কের কারনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল পিছন থেকে ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়।
এতে করে ভ্যানগাড়ীর আরোহী জেন্টু ছিটকে পড়েন পাকা সড়কে। এসময় তার বুকে, মাথায় ও কাঁধে প্রচণ্ড আঘাত পায়।
তাকে উদ্ধার করে রাজশাহী মেেিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির দু’দিন পর সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনালী/এমই