- 7Shares
অনলাইন ডেস্ক: অ্যালবাম রিলিজ করেই সাড়া ফেলে দিয়েছেন টেলর সুইফট। ২৪ ঘন্টায় বিক্রি হয়ে গেছে লাখ লাখ কপি।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানায়, বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে ফোকলোর নামে অ্যালবামটির ঘোষণা দেন সুইফট। এর মধ্যে সেটি বাজারেও চলে আসে।
রিলিজের ১৫ ঘণ্টার মধ্যে অ্যালবামটির বিক্রি আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় ১৩ লাখ কপি।
সমালোচকদের মধ্যেও সুইফটের এ অ্যালবাম সাড়া ফেলেছে। অনেকের মতে, এটিই এখন পর্যন্ত এই সঙ্গীতশিল্পীর সবচেয়ে বেস্ট অ্যালবাম।
এদিকে অ্যাপল মিউজিকে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পপ অ্যালবাম এখন ফোকলোর। মিউজিক প্ল্যাটফর্মটিতে সুইফটের নতুন এই অ্যালবাম ৩৫ মিলিয়ন স্ট্রিম হয়ে নতুন রেকর্ড গড়েছে।
অ্যামাজন মিউজকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি স্ট্রিম হয়েছে অ্যালবামটি।
লকডাউনেই ফোকলোরের কাজ সারেন সুইফট। গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই সংগীতশিল্পীর অষ্টম অ্যালবাম এটি। ১৬টি গান নিয়ে অ্যালবামটি রিলিজ করা হয়।
সোনালী/এমই