- 4Shares
অনলাইন ডেস্ক: আমিও টিকা নিতে প্রস্তুত। যখন আমাকে বলা হবে অবশ্যই আমি টিকা নিবো। সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশে এতো তাড়াতাড়ি টিকা নিয়ে আসা হয়েছে।
কথাগুলো বলছিলেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ‘ভাইরাল স্টার’ হিরো আলম।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ দেশে প্রথমবারের মতো টিকা দেয়া হচ্ছে। আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন।
দেশের যাদের আগে প্রয়োজন তাদের টিকা দেয়া হলেই ভালো। এরপর সাধারণ মানুষ যারা আগ্রহী তারা টিকা নেবে।
‘আমি টিকা নিতে প্রস্তুত। যখন আমাকে বলা হবে অবশ্যই আমি টিকা নেব। সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশে এতো তাড়াতাড়ি টিকা নিয়ে আসা হয়েছে। বিশ্বের অনেক দেশ এখনো টিকার দেখা পায়নি। এটা অবশ্যই আমাদের গর্বের একটি ব্যাপার।’
সোনালী/এমই