লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রোকসানা মোর্তুজা লিলি বিজয়ী হয়েছেন।
শনিবার গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রোকসানা মোর্তুজা লিলি (নৌকা প্রতীক), বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন কচি (ধানের শীষ প্রতীক)।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন তিনবারের সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল (রেল ইঞ্জিন প্রতীক) ও আব্দুল হান্নান (নারিকেল গাছ প্রতীক ) ।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রোকসানা মোর্তুজা লিলি নৌকা প্রতীকে ৬ হাজার ৫শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১শ ৫২ ভোট।
বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন কচি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আবুল হান্নান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১শ’ ৮৫ ভোট।
সোনালী/এমই