- 4Shares
অনলাইন ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার ফল পজেটিভ আসলে সাথে সাথে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নিজেই।
হাসপাতালে ভর্তি থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মানসিকভাবেও সুস্থ আছেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন।
‘গেরিলা’ সিনেমা খ্যাত এ নির্মাতা বলেন, আপাতত চিকিৎসকের পরামর্শ মতো চলছি। বিশ্রাম নিচ্ছি।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু’ সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান।
তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পেয়েছে। এর আগে ‘গেরিলা’ সিনেমা নির্মাণ করে দারুণ সাফল্য পান এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানারকম প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।
সোনালী/এমই