ঢাকা | এপ্রিল ২৫, ২০২৪ - ৪:২৩ পূর্বাহ্ন

রাশিয়ার ঘাড়ে দায় চাপানোর ‘পরিকল্পনা করছে’ ইউক্রেন

  • আপডেট: Monday, March 7, 2022 - 12:06 pm

অনলাইন ডেস্ক:  রাশিয়ার অভিযোগ, ইউক্রেন পরীক্ষামূলক একটি পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়ে তার দায় মস্কোর ওপর চাপানোর পরিকল্পনা করছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর তাসের।

বিবৃতিতে বলা হয়, আজভ ব্যাটালিয়নের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী খারকিভ অঞ্চলে তেজস্ক্রিয় দূষণ ঘটানোর পরিকল্পনা করছে। জাতীয়তাবাদীরা খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজিতে পরীক্ষামূলক একটি পারমাণবিক চুল্লি এলাকায় খনন কাজ করেছে।

এতে আরও বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনী ও আজভ ব্যাটালিয়নের সশস্ত্র যোদ্ধারা ওই চুল্লি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। পরে রাশিয়ার বিরুদ্ধে এ পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আনা হবে।

সম্প্রতি ইউক্রেনের চেরনোবিল ও জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া। তবে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নেওয়ার পর থেকে রাশিয়ার তীব্র সমালোচনা করেছে পশ্চিমা নেতারা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।