ঢাকা | এপ্রিল ২৫, ২০২৪ - ১১:১৭ অপরাহ্ন

সত্যি কি আবার বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট?

  • আপডেট: Friday, May 6, 2022 - 11:12 am

অনলাইন ডেস্ক: চলতি গ্রীষ্মে আবারও গোটা বিশ্বে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন ইসরায়েলি একদল গবেষক।

দেশটির বেন-গুরিয়েন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এ সংক্রান্ত একটি গবেষণাপত্র ‘সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট’ জার্নালে প্রকাশিত হয়েছে। তাতে বেন-গুরিয়েনের ভাইরোলজির একদল গবেষক বলেছেন, সাধারণত ভাইরাসের কোনও ভ্যারিয়েন্ট যখন সক্রিয় হয়ে ওঠে, তখন তা পূর্ববর্তী ভ্যারিয়েন্টকে ধ্বংস করেই নিজের বিস্তার ঘটায়। ডেল্টার ক্ষেত্রে তা-ই হয়েছিল। কিন্তু বছরের শুরুতে ইসরায়েলের বির-শিবা শহরের নিকাশির পানিতে পাওয়া করোনাভাইরাসের নমুনায় দেখা গেছে, সেখানে ওমিক্রন ভ্যারিয়েন্টের পাশাপাশি রয়েছে ডেল্টাও।

নিজেদের মডেল অনুযায়ী গবেষকদের ধারণা, ওমিক্রনের উপস্থিতি কমতে কমতে শেষ পর্যন্ত তা বিলীন হয়ে যাবে। কিন্তু তখনও ডেল্টা ভ্যারিয়েন্ট নিজের অস্তিত্ব বজায় রাখবে। সেক্ষেত্রে আগামী দিনে নতুন করে বড় মাপের ডেল্টা সংক্রমণের শিকার হতে পারে অনেক দেশই।

সত্যি কি আবার বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট? এর জবাবে বলা যায়, ইসরায়েলি গবেষকরা যে আশঙ্কার কথা বলেছেন, সেটি তাদের গবেষণার পূর্বানুমান। আর গবেষণার পূর্বানুমাণ হল এক ধরনের ধারণা যা সত্যে পরিণত হতেও পারে আবার নাও হতে পারে। এখন সময়ই বলে দেবে ডেল্টা ভ্যারিয়েন্ট ফের বিশ্বজুড়ে দাপট দেখাবে কি না। সূত্র: জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল, দ্য হেলথ সাইট

সোনালী/জেআর