ঢাকা | এপ্রিল ২৫, ২০২৪ - ৮:৪৪ অপরাহ্ন

শতাধিক যাত্রী নিয়ে টাঙ্গাইলে নৌকাডুবি

  • আপডেট: Sunday, May 1, 2022 - 5:12 pm

অনলাইন ডেস্ক: শতাধিক যাত্রী নিয়ে টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌপথে গাজীপুর থেকে পোশাককর্মীসহ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় চারটি ইঞ্জিনচালিত নৌকা। এগুলোর মধ্যে তিনটি নৌকা জেলার বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজ অতিক্রম করে।

এ সময় পেছনে থাকা অপর নৌকাটি পরিত্যক্ত পিলারের ওপর দিয়ে যাওয়ায় সময় নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটিতে পানি উঠতে শুরু করে। পরে যাত্রীরা দ্রুত সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে শিশুসহ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করেন।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই পোশাককর্মী ছিলেন। আরও কেউ নদীতে ডুবে নিখোঁজ রয়েছে কি না বিষয়টি জানা নেই। কেউ নিখোঁজের দাবিও করেননি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এসবি/জেআর