ঢাকা | এপ্রিল ১৯, ২০২৪ - ৭:২৩ পূর্বাহ্ন

ইউক্রেনে সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপের দাবি রাশিয়ার

  • আপডেট: Friday, April 29, 2022 - 5:39 pm

অনলাইন ডেস্ক: ইউক্রেনে সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এই প্রথম সোভিয়েত আমলের প্রতিবেশী রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা করতে সাবমেরিন ব্যবহারের কথা জানাল রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে কৃষ্ণসাগর থেকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হতে দেখা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের সামরিক টার্গেটে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স খবর প্রকাশ করেছে, রাশিয়ার সেনাবাহিনী এই প্রথম ডিজেলচালিত সাবমেরিন ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য প্রকাশ করেছে।

সোনালী/জেআর