ঢাকা | এপ্রিল ২৫, ২০২৪ - ৮:০২ পূর্বাহ্ন

ভারতের আকাশে রক্তবৃষ্টি

  • আপডেট: Wednesday, April 27, 2022 - 3:22 pm

অনলাইন ডেস্ক: আকাশ থেকে ঝরছে রক্তবৃষ্টি! তাও আবার দু’বার এমন ঘটনার সাক্ষী হয়েছিলো ভারতের কেরল বা কেরালা অঞ্চলের বাসিন্দারা।

১৯৫৭ সালের ১৫ জুলাই প্রথম বার রক্তবৃষ্টির ঘটনা ঘটে ভারতের কেরলের মালাবার জেলার ওয়েনাড়ে। প্রথম দিকে টকটকে লাল রঙের বৃষ্টি হলেও পরবর্তীতে বৃষ্টির রং হলুদ হয়ে যায়!

১৯৫৭ সালের পর ২০০১ সালের ২৫ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কেরলের বহু এলাকায় লাল রঙের ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটে।

ভারত সরকারের একটি সমীক্ষার পর জানা যায়, স্থানীয় শেওলা জাতীয় উদ্ভিদের বায়ুবাহিত কণা বৃষ্টির পানির সঙ্গে মিশে এই রঙ তৈরি হয়েছিলো।

প্রত্যক্ষদর্শীদের মতে বৃষ্টিপাত হওয়ার সময় তারা অদ্ভুত আওয়াজও শুনেছিলেন। তারা এর পেছনে অলৌকিক কিছুর ভূমিকা রয়েছে বলে মনে করেন।

অনেকের মতে, পৃথিবীর মাটিতে ভিনগ্রহীদের আগমনের কারনেই এমন বৃষ্টিপাত ঘটে। তবে অনেকেই এটিকে ঐশ্বরিক অভিশাপ বা পৃথিবী ধ্বংসের সংকেত বলে মনে করেন।

২০০৮ সালের এপ্রিলে গডফ্রে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। এই গবেষণাপত্রে তিনি উল্লেখ করেন, বায়ুমণ্ডলে ধূমকেতুর বিস্ফোরণের ফলে মহাকাশ থেকে অনেক জীবাণু কেরলের বায়ুমণ্ডলে প্রবেশ করে। আর তার ফলেই এই রক্তবৃষ্টি ঘটে।

তবে শেষ পর্যন্ত এই ঘটনার সঠিক কোনো কারণ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সোনালী/জেআর