ঢাকা | মার্চ ২৮, ২০২৪ - ৫:০০ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন তাহেরী

  • আপডেট: Friday, April 22, 2022 - 12:22 pm

অনলাইন ডেস্ক: বৈচিত্র্যপূর্ণ গজল গান ও মন্তব্য করে ভাইরাল হওয়া ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাব প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তাহেরী। সে সময় মাত্র ৩ হাজার ৫ ভোট পেয়েছিলেন তিনি। এ আসনে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিএনপি প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, নাকি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ১০৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন কাজী মো. মহিউদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

সোনালী/জেআর