ঢাকা | এপ্রিল ২৬, ২০২৪ - ১০:২৮ অপরাহ্ন

বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন

  • আপডেট: Thursday, March 3, 2022 - 11:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল।

সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজজামান শাহ এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক জিল্লুর রহমান।

ইনস্টিটিউটের রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির সভা সঞ্চালনা করেন। এ সভার আগে ‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ শ্লোগানে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বনবিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।