ঢাকা | এপ্রিল ২৭, ২০২৪ - ৯:০৪ পূর্বাহ্ন

শনাক্তের হার কমে তিনের নিচে, মৃত্যু ৫

  • আপডেট: Thursday, March 3, 2022 - 3:09 pm

 

অনলাইন ডেস্ক: দেশে গত এক দিনে মহামারি করোনাভাইসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৫৭ জন। এতে শনাক্তের হার নেমেছে এসেছে তিনের নিচে। গত এক দিনে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৯১ শতাংশ। বুধবার ছিল ৩.২২ শতাংশ ও মঙ্গলবার ছিল ৩.৩৫ শতাংশ।

এ দিকে গত এক দিনে করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৬২৮ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২২ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জন। মোট শনাক্তের হার ১৪.৪৪ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ৫ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ৪ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন সুস্থ হওয়া ৪ হাজার ৬২৮ জনকে নিয়ে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।