ঢাকা | এপ্রিল ২৬, ২০২৪ - ১২:০৮ অপরাহ্ন

প্রথম টি-টোয়েন্টিতে নেই মুশফিক

  • আপডেট: Thursday, March 3, 2022 - 7:51 am

অনলাইন ডেস্ক: বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার দ্বারপ্রান্তে ছিলেন মুশফিকুর রহিম। তবে সেটির জন্য অপেক্ষা বাড়লো মুশফিকের। ইনজুরির কারণে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর দুই ঘণ্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ উইকেটকিপার মুশফিকুর রহিম আজকের প্রথম টি-টোয়েন্টিতে নেই। ডানহাতের বুড়ো আঙুলে আঘাত পাওয়ার কারণে ছিটকে গেছেন তিনি।’

বুধবার অনুশীলনে ব্যাটিং করার সময় বুড়ো আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এক্স-রেতে কোনো সমস্যা না ধরা পড়লেও প্রথম টি-টোয়েন্টিতে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি নির্বাচকরা। মুশফিকের চোট পাওয়ার দিন হুট করে দলে নেওয়া হয় উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।