ঢাকা | মার্চ ২৮, ২০২৪ - ১০:১৪ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধ নিয়ে বক্তৃতায় ইরানের কথা বলে ফেললেন বাইডেন

  • আপডেট: Wednesday, March 2, 2022 - 7:36 am

অনলাইন ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে।

তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

ইউক্রেন যুদ্ধের এই পরিস্থিতিতে স্থানীয় সময় মঙ্গলবার রাতে স্টেট অব ইউনিয়নে ব্ক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সময় ভুল করে ইউক্রেনের জায়গা ইরানের কথা বলে ফেলেন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

৭৯ বছর বয়সী বাইডেন তার বক্তৃতায় বলেন, “পুতিন হয়তো ট্যাংক নিয়ে কিয়েভকে ঘিরে ফেলতে পারবেন, কিন্তু তিনি কখনওই ইরানি জনগণের হৃদয় জয় করতে পারবেন না।”

বাইডেনের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সূত্র: ডেইলি মেইল

সোনালী/জেআর